Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সিত্রাংয়ের আঘাতে অচল সাড়ে চার হাজার মোবাইল টাওয়ার

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ২৫, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ:

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর তাণ্ডবে সোমবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে সারাদেশের ৪ হাজার ৫৬৩টি মোবাইল টাওয়ার অচল হওয়ার ঘটনা ঘটেছে। এতে দেশের দক্ষিণাঞ্চলে মোবাইল নেটওয়ার্কে মারাত্মক বিঘ্ন ঘটে। ফলে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। সরকারি সংস্থাটি জানায়, এর মধ্যে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অপারেটররা ৬৮৪ টাওয়ার সক্রিয় করতে সক্ষম হয়েছেন।

বিটিআরসির তথ্যমতে, অচল হওয়া টাওয়ারগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণফোনের ১৬৮৩টি, রবির ১৩৬৩টি, বাংলালিংকের ১০৭৫টি এবং রাষ্ট্রায়ত্ব টেলিটকের ৪৩৮টি। এর মধ্যে গ্রামীণ ফোনের ৫৩৪টি, রবি ৮০টি, বাংলালিংক ২টি এবং টেলিটক ৬৮টি সাইট সোমবার সন্ধ্যায় চালু করা হয়।

মঙ্গলবার সকালে বিবৃতিতে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব জানায়, ‘শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এমতাবস্থায় মোবাইল অপারেটররা বিকল্প পন্থায় ব্যাটারি এবং জেনারেটর ব্যবহার করে নেটওয়ার্ক চালু রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।’

এতে আরও বলা হয়, টেলিকম সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় রেখে জনস্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি আমরা।