বার্তা ডেস্ক:
বঙ্গবন্ধুর সহযোগী সিরাজগঞ্জের বেলকুচি-কামারখন্দের প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ডা. কেবিএম আবু হেনা (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেলকুচি উপজেলা সদরের আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল ১১টায় জানাজা হবে। জানাজা শেষে তাঁর দাফন করা হবে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মঙ্গলবার সকালে ঢাকা থেকে তার লাশ নেওয়া হবে বেলকুচিতে। নিহতের ভাগনে বেলকুচির বেড়াখারুয়া গ্রামের বাসিন্দা মো. সয়দাগর হোসেন সোমবার রাত সোয়া ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাবেক জেলা কমান্ডার গাজী সোহরাব আলী সিএনসি জানান, মঙ্গলবার সকালে বেলকুচিতে ডা. আবু হেনার জানাজা হবে বলে স্থানীয় কমান্ডার গাজী লুৎফর রহমান মাখন জানিয়েছেন।
বেলকুচির উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল বলেন, ‘ শুনেছি তিনি সোমবার দুপুরে ঢাকার মিরপুরে আল-হেলাল হাসপাতালে মারা গেছেন এবং বেলকুচিতে তার যানাজা হবে বলে জেনেছি। তাঁর গ্রামের বাড়ি বেলকুচির বেড়াখুরুয়া গ্রামে।’
প্রসঙ্গত, ডা. কেবিএম আবু হেনা তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার বেলকুচি-কামারখন্দ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ডা. আবু হেনা সম্পর্কে ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী’সহ বিভিন্ন বই ও পত্রিকায় লেখা পাওয়া যায়।