তারেক আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
জেলার সদর উপজেলায় ট্রাক ও ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে মোখলেসুর রহমান (৩০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে নয়টার দিকে চামাগ্রাম মোড়ের সোনামসজিদ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।এসময় রিকশার চালক আহত হয়েছেন। নিহত মোখলেসুর রহমান পৌর এলাকার শিবতলা নামোপাড়া মহল্লার মো. গুলজারের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি সাহা জানান, নিহত মোখলেস রিকশায় করে মহারাজপুরে কাজে যাচ্ছিল।এসময় চামাগ্রাম মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে, জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকা কাওসারী সোয়া তাকে মৃত ঘোষণা করেন।ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। আহত রিকশাচালককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।