পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর, মিয়াপুর, দাতালপুর, পাইক পাড়াসহ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণি ঝড়ে বাড়ি ঘর লন্ড ভন্ড হয়ে যায়। ঝড়ে এলাকার প্রায় ১০ জন নারী,শিশু আহত হন। রসুলপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে জলি(৬) গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ির ও রাস্তার বড় বড় গাছ ভেঙ্গে বিদ্যুত সংযোগসহ ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের পল ভেঙ্গে ও তার ছিড়ে প্রায় তিনটি ইউনিয়নের ৫০টি গ্রাম বিদ্যুত বিহীন হয়ে যায়। ঘূর্ণি ঝড়ে ক্ষতি গ্রস্ত ২ শতাধিক পরিবারের ৫শতাধিক সদস্য ওই দিন রাত থেকে খোলা আকাশের নিচে বসোবাস করেন।
এঘটনার ৬দিন পরে শনিবার দুপুরে দুর্গতদের দেখতে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। দুর্গত এলাকার প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে দেখেন তিনি।
এসময় এলাকার এমপিকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং দ্রুত সময়ের মধ্যে মাথার উপর ছায়ার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান।