নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ্র হত্যা মামলার প্রধান আসামি সাকিব আহমেদ রেজাকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার রাতে সিলেট দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে শনিবার তাকে আদালতে সোর্পদ করা হয়। তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আলসাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাকিব আহমেদ রেজা গৌরীপুর উত্তর বাজার গ্রামের জুলমান রেজার ছেলে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাতে গৌরীপুর উপজেলা সদরে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।