নিজস্ব প্রতিবেদক ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৫ এপ্রিল) ৭ জন স্থানীয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মর্জিনা আক্তার।
সাজা প্রাপ্তরা হলেন এ উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাওভাঙ্গাচরের আবুল হাশিম (৬০), আবুল কাশেম (৫০), আব্দুর রশিদ (৫২), আল আমিন (৩০), আলতাফ (২৮), আঃ হামিদ (৩০) ও আব্দুস সামাদ (২৫)।
ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কানিজ ফাতেমা বলেন, ওই দিন সকাল ৯টার দিকে উল্লেখিত এলাকার আবুল হাশিমের বসত ঘরে গাঁজার আসর থেকে মাদক সেবন অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।