গৌরীপুর ব্যুরো চিফ:
ময়মনসিংহের গৌরীপুরে সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুলে শুরু হয়েছে কোমলমতি শিশুদের ৩দিনব্যাপি ইনডোর মিনিভার ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুল গফূর, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন।
স্কুলের পরিচালক আব্দুল কাদির জানান, এ টুর্নামেন্টে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ৬টি দল অংশগ্রহন করেছে। তারমধ্যে ছেলে দল হচ্ছে ৪টি ও মেয়ে দল দু’টি। বৃহস্পতিবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।




