নিজস্ব প্রতিনিধি ঃ
গৌরীপুর উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ এনামূল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর অগ্রদূত নিকেতনের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা, আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।
সভায় গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক একেএম মাজাহারুল আনোয়ার ফেরদৌসকে অপসারণ অথবা অনত্র বদলীর দাবি জানিয়ে বক্তব্য রাখেন ম. নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল আমিন জনি, মশিউর রহমান কাউসার। গৌরীপুর হাসপাতালে নিরাপত্তার জন্য পুলিশ টহল জোরদারের দাবি জানান ইউএইচও ডাঃ এনামুল কবীর। ভাংনামারী ইউনিয়নে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান চেয়ারম্যান মফিজুন নূর খোকা।