স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১১ ফেব্রয়ারী/২১) বেলা ১১ টায় পাবলিক হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ’র সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহম্মদ রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, গৌরীপুর অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপাভাইজার কমল রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সাখাওয়াত উসমান, উপজেলা তথ্য অফিসার রুমা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, শেখ মোঃ বিপ্লব, সংগীত নিকেতনের পরিচালক ওস্তাদ এম.এ হাই, সরকার শুদ্ধ সংগীতায়নের পরিচালক ওস্তাদ আব্দুল মালেক সরকার, অপূর্ব শিল্পী গোষ্ঠীর পরিচালক আব্দুল হান্নান জনি প্রমুখ।