বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটে রামগেপালপুর ইউনিয়নের ডাউকি গ্রামের মৃত.মেহের আলীর ছেলে মোঃ সাহেদ আলী( ৭০) গোয়ালঘরে আগুন লাগে।
মোঃ সাহেদ আলী এবং এলাকাবাসী দুর্নীতি বার্তা কে জানায় গোয়ালঘরে মশা নিবারণের জন্য যে তুশ দিয়ে আগুন রেখে ছিল সেখান থেকে ধোয় হয়, এতে মশা নিবারন কিন্তুু আজ সেখান থেকেই আগুনের সুএপাত হয়ে পুরো গোয়াঘর সহ দুটি গর্ভবতী গাভী ও দুটি ষাড় গরু পুড়ে শেষ হয়ে যায়। সে এখন নিঃস্ব যার ক্ষতির পরিমাণ প্রায় দু লাখ টাকা।
আরও জানাযায় গরু গুলো তার নিজের ছিল না অন্যের গরু লালন পালন করে যা লাভ হতো তা দিয়েই তার সংসার চলতো। ঘটনা স্থলে স্হানীয় বর্তমান ইউপিঃ সদস্য আজাহারুল হক ফরিদ উপস্হিত হয়ে নিজেও আগুননিবরণ করতে সহায়তা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রুকনুজ্জামানের নেতৃত্বে ফায়ার ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন আনে ।