গাইবান্ধার গোবিন্দগঞ্জে এমপি’র ডিও লেটার জালিয়াতির করায় মাদ্রাসার সুপার আটক। ২০ই নভেম্বর বুধবার সকালে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে এসআই নাজমুল, এসআই মমিরুল,এসআই শফিকুল ও এসআই মামুন সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সাঘাটা থানার কামালের পাড়া হতে বালুয়া তমিজউদদীন আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার আসামি মোঃ আব্দুল করিম মন্ডল(৪৭)পিতা মৃত আবুল কাশেম মন্ডল সাং শাহ বাজার পাড়া (কামালের পাড়া) থেকে আটক করে।
মাননীয় জাতীয় সংসদ সদস্য ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগন্জ আসনের ডিও লেটার জাল করে মোঃ ফরমান আলীকে বালুয়া তমিজ উদ্দিন আহম্মেদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি বানান। এমপি’র প্যাড, স্বাক্ষর,সীল ও সহি স্ক্যান(জাল) করে অন লাইনে বোডে প্রস্তাব প্রেরন করায় তার বিরুদ্ধে এমপি মহোদয়ের পিএ মোঃ খায়রুল আলম বাদী হয়ে মামলা দায়ের করায় তাহাকে আটক করে।
বিষয়টি সাঘাটা থানা পুলিশ নিশ্চিত করে বলেন তাকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়।