অনলাইন ডেস্ক
কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। শেষ ষোলোর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩-১ গোল ব্যবধানের জয় তুলে নিয়েছে ডাচরা।
গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি লড়াই শেষে নকআউটের দ্বৈরথে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে দুদল।
ম্যাচের ১০ মিনিটের মাথায় ডেঞ্জেল ডামফ্রাইসের দারুণ পাস থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন ডাচ তারকা ডিপে। পরে ম্যাচের ৪৬ মিনিটে ব্লিন্ডের গোলে ২-০ ব্যবধানের লিড নেয় নেদারল্যান্ডস।
প্রথম থেকে আক্রমণে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র প্রথমার্ধ পর্যন্ত প্রতিপক্ষের গোল বার বরাবর ১টি শট নিতে পারেছে। যদিও গোলের দেখা পায়নি তারা। নির্ধারিত সময় শেষে ২-০ স্কোর নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে অবশ্য খেলায় ফেরার চেষ্টা ভালোই চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭৬তম মিনিটে দলটির পক্ষে হাজি রাইট একটি গোল পরিশোধ করে খেলা জমিয়ে দেন।
তবে এর ঠিক ৫ মিনিট পর নেদারল্যান্ডস গোল দিয়ে ম্যাচটি ছিনিয়ে নেয়। ৮১তম মিনিটে যুক্তরাষ্ট্রের জালে ডেনজেল ডামফ্রাইস গোল করলে ডাচদের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:
নেদারল্যান্ডস: (৩-৪-১-২): নোপার্ট (গোলরক্ষক), ভ্যান ডাইক, আকে, টিম্বার, ডি ইয়ং, ডি রুন, ক্লাসেন, ব্লিন্ড, ডামফ্রিস, গাকপো, ডিপাই।
যুক্তরাষ্ট্র: (৪-৩-৩) টার্নার (গোলরক্ষক), রিম, জিমারম্যান, রবিনসন, ডেস্ট, অ্যাডামস, ক্যামেরন, মুসাহ, ফেরেইরা, পুলিসিক, উইয়াহ।