নিজস্ব প্রতিবেদক ঃ
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র শাকিল আহাম্মেদের খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বুধবার (২৯ মার্চ) মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে স্থানীয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের শিক্ষার্থীরা।
এই হত্যাকান্ডের প্রায় ১ সপ্তাহ অতিবাহিত হলেও মূল আসামী গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।এসময় তারা বুধবার সকাল থেকে মহাসড়ক অবরোধ কর্মসূচীর আল্টিমেডাম দেয়।
সংবাদ সম্মেলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান লিখিত বক্তব্যে বলেন- গৌরীপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি পরীক্ষার্থী শাকিলকে ২২ মার্চ সসস্ত্র হামলা চালিয়ে মারাতœক জখম করে স্থানীয় কুখ্যাত সন্ত্রাসীরা। ওই দিন দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
শুক্রবার শাকিলের পিতা সাহেদুজ্জামান বাদী হয়ে গৌরীপুর থানায় উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় অভিযুক্ত আসামীদের এখানো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে না পারায় তাদের মাঝে হতাশা বিরাজ করছে।
তাই তারা ২৯.০৩.১৭ (বুধবার) গৌরীপুরে সড়ক-মহাসড়ক অবরোধের কর্মসূচী হাতে নিয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জিল¬র রহমান, ইমতিয়াজ সুলতান জনি, আলী আসকর সোহাগ, নুরুজ্জামান সোহেল, আলী আশরাফ আবির, তাজিজুল ইসলাম রাঙ্গা, হারুণ অর রশিদ, শাহজাহান আকন্দ সুমন, আব্দুল কাদির, প্রিজম ফকির, নূর মোহাম্মদ মামুন, সৈকত হোসেন নাদিম, সাদ্দাম হোসেন, সাইদুল ইসলাম, তাওহিদুল ইসলাম, সোহেল রানা, শাহজাহান, মেহেদী হাসান খান প্রমুখ।
পুলিশের রহস্য জনক ভূমিকা নিয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ বলেন- মামলাটি ময়মনসিংহ ডিবির হাতে রয়েছে, আমরাও খুনিদের গ্রেফতারের চেষ্টা করছি।