loading...

কলাপাড়ায় পূবালী ব্যাংকের ৪৮২তম শাখার শুভ উদ্ভোধন

0

পারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
“সাফল্যের অগ্রযাত্রায় পূবালী ব্যাংক”শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় দেশের সবচেয়ে বৃহত্তম বেসরকারী ব্যাংক পূবালী ব্যাংকের ৪৮২ তম শাখার শুভ উদ্ধোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় পৌর শহরের উপজেলা সড়কস্থ রুবী কটেজ’র ২য় তালায় ফিতা কেটে এ ব্যাংকের উদ্ধোধন করা হয়। মাওলানা মাসুম বিল্লাহর কোরআন তেলোয়াতের মাধ্যমে উদ্ভোধনী অনুষ্ঠান শুরু হয়। কলাপাড়া শাখা পূবালী ব্যাংকের  ব্যবস্থাপক মোশাারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বরিশাল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মনজুরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, মোজাহার উদ্দিন বিশ্বাস অর্নাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, নাগরিক ঐক্যের আহ্বায়ক নাসির তালুকদার ও উপস্থিত সুধীবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন নুর আলম, শোয়েবুর রহমান  প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মরহুম হাজী নজীর আহমেদের রুহের মাগফেরাত ও অসুস্থ সাংবাদিক অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপুর আবোগ্য মুক্তি এবং ব্যাংকের উত্তোরত্তর শ্রীবৃদ্ধিসহ সকলের জন্য দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

loading...
%d bloggers like this: