বিশেষ প্রতিবেদক:
পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব, সাবেক সিনিয়র সহ সভাপতি, পৌর স্বেচ্ছা সেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উদিয়মান যুবনেতা ও সততা জুয়েলার্স এর স্বত্ত¡াধীকারী শফিকুল কবির রাসেল ওরফে এস কে রাসেল।
আজ ৩০ নভেম্বর সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৌর শহরের কাকনহাটি গ্রামে নিজ বাড়িতেই ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি শ্বাসকষ্টে ভূগছিলেন।
গতকাল রবিবার সন্ধ্যায় হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়, পরে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাড়ি নিয়ে যাওয়া হলে আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ৩০ নভেম্বর সোমবার রাত ১০ টায় কাকনহাটি সরকারি প্রাথমীক বিদ্যালয় মাঠে তার জানার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।