ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিসের উদ্যোগে জন সচেতনতা মূলক ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়ে ওই মহড়া অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দপ্তরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. ইকবাল হাসান এর সঞ্চালনায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আবু মো. সাজেদুল কবির জোয়ার্দার ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যার হাউজ ইন্সপেক্টর রোকনুজ্জামান মহড়া পরিচালনা করেন। মহড়া শেষে ঈশ্বরগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. আবদুস ছাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।