নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শনিবার সকাল ৮ টায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কে উপজেলা সদরের দত্তপাড়া গ্রামে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন স্থানে দুটি পিকআাপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে।
এতে (হবিগঞ্জ ন ১১-০০৭৯) পিকআপের চালক উপজেলার বৃপাচাশি গ্রামের ওয়াস করুনী (৩০), ময়মনসিংহ সদর উপজেলার দ্বীগারকান্দা গ্রামের আব্দুল মান্নানের পুত্র শাহাব উদ্দীন(৩২) ও তার ছেলে শাকিব উদ্দীন(১০) আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ থেকে পিকআপ যোগে ঈশ্বরগঞ্জ আসছিলেন। বিপরিত দিক থেকে আসা (ঢাকা মেট্রো ন ১১-৮৫২৫) পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রুকনুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।