সাইদুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার, আঠার বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হুসেনের ছোট ভাই জসিমকে
গত বৃহস্পতি বার পার্শ্ব বর্তি সরিষা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান সাহেবের এলাকায় শালীশির জন্য আনা হয়।
এক পর্যায়ে তাকে কথার দ্বারা অপমানিত করা হয় । এরই জের ধরে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া । তৎক্ষণাৎ পুলিশ ও আলমগীর হোসেন এসে প্রতিহত করায় ,এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি ।তবে দু_ ইউনিয়নে আক্রোশ বিরাজমান । যে কোনো সময় দূর্ঘটনার আশংকা রয়েছে ।