খাইরুল ইসলাম আল আমীনঃ
ময়মনসিংহের নান্দাইলে উপজেলার মুসুল্লি ইউনিয়নের বালুকান্দা চৌরাস্তা এলাকা থেকে আট বছর বয়সী এক অপহৃত শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নুরুল ইসলামের ভূট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হানযালা নামের শিশুটি ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ সোনামনি গ্রামের জাকির হোসেনের ছেলে ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ২১ মার্চ শিশুটিকে অপহরণ করা হয়। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করা হয়। পুলিশ মামলার প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ সোনামনি গ্রামের মোস্তাকিন ও মানিক নামে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের স্বীকারোক্তি পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।