নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডে অভিযান চালিয়ে প্রায় ২১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, সৈয়দ হোসেন ওরফে সাহেদ আলী ওরফে সৈয়দ আলী ও কামরুল ইসলাম বাবু ওরফে বাবু। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁও লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে সৈয়দ হোসেনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।