স্টাফ রিপোর্টার:
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ইউক্রেনীয় নারীদের ওপর রুশ সেনাদের ধর্ষণ বন্ধ করতে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন এক নারী।
বিবিসি জানায়, গতকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে এই ঘটনা ঘটে। এ সময় উৎসবে জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমার প্রিমিয়ার চলছিল।
সে সময় মঞ্চের বাইরে অভিনেতা-অভিনেত্রীরা ফটোসেশনে ব্যস্ত ছিলেন। হঠাৎ ওই নারী তার পোশাক ছিঁড়ে অর্ধনগ্ন হয়ে যান। তারপর দৌড়ে আলোকচিত্রীদের সামনে আসেন। তারপর তিনি চিৎকার করতে থাকেন।
এ সময় তার শরীরে ইউক্রেনের পতাকা আঁকা ছিল। পাশে ইংরেজিতে লেখা, ‘আমাদের ধর্ষণ বন্ধ করুন।’
এ ছাড়া তার শরীরজুড়ে রক্তের মতো লাল রঙের ছোপ ছিল।
পরে নিরাপত্তাকর্মীরা ওই নারীর গায়ে কোর্ট জড়িয়ে তাকে অন্যত্র সরিয়ে নেন।