Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আইফোন অর্ডার করে পেলেন মাটির দলা

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ২৩, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:

অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন। কিন্তু হাতে পেলেন মাটি। হ্যাঁ, এমন অদ্ভুত ঘটনার সাক্ষী ভারতের আসানসোলের কুলটির বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ই-কমার্স সংস্থার ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, কুলটি থানার অন্তর্গত বরাকর হনুমান চড়ায় ঝনকপুরা এলাকার বাসিন্দা শশী যাদব। সামনেই ভাইয়ের জন্মদিন। তাই জনপ্রিয় একটি ই-কমার্স সাইট থেকে আইফোন ১৪ প্রো ম্যাক্স অর্ডার করেছিলেন তিনি। ডেলিভারি হওয়ার কথা ছিল ২২ মার্চ।

জানা গেছে, অর্ডারের একদিন আগে (২১ তারিখ) ডেলিভারি দিতে আসেন এক যুবক। ব্যবসায় স্বচ্ছতা রাখতে সম্প্রতি ই-কর্মাস সংস্থাগুলো ‘ওপেন বক্স’ ফিচার এনেছে। যার ফলে ডেলিভারি বয়ের উপস্থিতিতেই এখন ক্রেতা দেখতে পারেন যে তার পার্সেলে সঠিক জিনিস রয়েছে কি না।

স্বাভাবিকভাবেই ফোনের বাক্স হাতে পেয়ে ডেলিভারি বয়ের সামনেই বাক্সটি খোলেন শশী। প্যাকেট খুলতেই দেখা যায়, আইফোনের বাক্সের ভেতর ভরা মাটির দলা।

খবর পেয়ে আসে পুলিশও। এ সময় ডেলিভারি করতে আসা অভিষেক মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।