আবদুল কাদির : ময়মনসিংহের নতুন বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে দুই হোটেলকে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(২৬সেপ্টেম্বর)দুপুরে মসিক’র প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি দুই হোটেল মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন বাজারের দোকানের মূল্য তালিকা যাচাই করেন এবং একটি ফলের দোকানদারকে অতিরিক্ত মূল্য রাখার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানিকালে উপস্থিত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নিরাপদ খাদ্য বিষয়ে হোটেল রোস্তরাগুলোতে গিয়ে সচেতনতার বার্তা ও লিফলেট বিতরণ করা হচ্ছে। খাদ্য পরিবেশন, প্রস্তুতকরণ এর যে কোন পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।