Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ডোমারের রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরকে জরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা

প্রতিবেদক
Khairul Islam Alamin
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাহিদুল ইসলাম, নীলফামারী: দন্ত চিকিৎসক না হয়েও মুখ গহ্বরে বিভিন্ন অপারেশন সহ এন্টিবায়োটিক ঔষধ লিখে প্রেসক্রিপশন, জায়গা সংকুলান না থাকা সহ বেশ কয়েকটি অভিযোগে নীলফামারীর ডোমার শহরের ‘রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর’-কে জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরের ডিবি রোড সংলগ্ন নিউমার্কেট এলাকায় রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা এবং সমস্ত বিলবোর্ড সরানো সহ নিয়মানুসারে জায়গার পরিধি বৃদ্ধি না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হযরত আলী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), স্যানিটারি ইন্সপেক্টর ও ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর মোঃ আল-আমিন রহমান। এছাড়া ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।