Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডোমারের দুই ডেন্টাল হোম মালিককে জরিমানা

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ৮, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলা শহরে অভিযান চালিয়ে দুইটি দাতব্য চিকিৎসালয়ের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ই নভেম্বর) সকালে উপজেলার ডিবি রোডের দুটি দাতব্য চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী। এসময় দন্ত চিকিৎসায় ত্রুটি পাওয়ায় ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার না হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠান দুটির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর ৫২ ধারায় ‘ফেন্সি ডেন্টাল হোম’ মালিক মো. ওমর ফারুক এবং ‘রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর’ মালিক মো. সুমন রহমানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় সহ সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু, মেডিকেল অফিসার ডা. ফায়েজা বিনতে ইসলাম তানিয়া সহ ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান।

এবিষয়ে ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী জনগণের স্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন বলে জানান।