ইয়াছির আরাফাতঃ
নাম:মোঃ ফারুক মিয়া। বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ওয়াশেরপুর গ্রামে।পেশায় তিনি একজন দিনমজুর। কিন্তু কিছুদিন ধরে তার বাম হাত ও বাম পা ক্রমশ অবশ হয়ে আসছে। এখন তার বামহাত ও বাম পা অবশ।তার একটি ছেলে রয়েছে। সে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত।তার পরিবারে উপার্জন করার মত আর কেও নেই।তার এই অবস্থায় তার পরিবার অতি কষ্টে দিনাতিপাত করছে। আর তার চিকিৎসা করার মত অর্খ না থাকায় তার শরীরের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। ডাঃ বলেছে তার চিকিৎসা করার জন্য ২৫০০০/- টাকা প্রয়োজন। যা এই দরাদ্র ফারুক মিয়ার পক্ষে সম্ভব নয়।তাই সে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে।
আদর্শ কেন্দুয়া (গ্রুপ) নামক একটি সামাজিক সংগঠন ফারুক মিয়ার চিকিৎসায় সাহায্যে করার জন্য তহবিল গঠন করছে। আপনাদের পাঠানো অর্থ পৌছে দেওয়া হবে ফারুক মিয়ার পরিবারের কাছে। ফারুক মিয়ার চিকিৎসায় সাহায্য করুন।
বিকাশ:০১৯১৮৫৮৮৫৩৯
