Durnitibarta.com
ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে টিসিবি’র পন্য বিতরন কাজের উদ্বোধন

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ২০, ২০২২ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি পণ্য উপকার ভোগীদের মাঝে বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ মাঠে টিসিবি’র পন্য বিতরন কাজের উদ্ধোধন করে জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক আয়শা হক, ইউএনও হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ওসি আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ প্রেসকাবের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমূখ।

ইউএনও হাফিজা জেসমিন জানান, পৌরসভা এলাকার ২হাজার ২১৫জনের মাঝে ৩টি কেন্দ্রে টিসিবি’র পন্য বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ১২জন ডিলারের মাধ্যামে ৩৬ টি কেন্দ্রে পণ্য বিক্রি করা হবে আগামী ৩১শে মার্চ পর্যন্ত ওই কার্যক্রম চলবে।