গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ।
এরই অংশ হিসেবে এস আই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে গত ১৬ ডিসেম্বর ২০২০ ইং তারিখে কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ নগরীর মাসকান্দা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বলাশপুর নয়াপাড়ার আশাদ আলীর ছেলে মোঃ আল আমীন (২৫) এবং নগরীর আলিয়া মাদ্রাসা রেলওয়ে নিউ কলোনীর আব্দুল মান্নান এর ছেলে মোঃ নাহিদ ইসলাম জীবন (২৪) উভয় থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহদ্বকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।