Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হোমনায় পুলিশের অভিযানে সাড়ে ১৫ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ১৮, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন:

কুমিল্লার হোমনায় ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। শনিবার সিনাইয়া-পাড়ারবন্দ রাস্তা থেকে প্রাইভেটকারসহ মাদকের এই চালানটি আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, হোমনা থানার বিশেষ অভিযান চলাকালে সিনাইয়া থেকে পাড়ারবন্দগামী রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এসময় একটি প্রাইভেটকার দূর থেকে ব্যাক গিয়ারে পিছন দিকে চলা শুরু করে। পরে গাড়িটিকে পুলিশ ধাওয়া করলে কিছুদুর গিয়ে গাড়িটি ছিটকে পড়ে। এসময় দু’জন আসামী গাড়ি থেকে নেমে গ্রামের ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ির ভিতর থেকে ১৫ হাজার ৬শ’ পিস ই’য়াবা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

হোমনা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আমাদের হাতে কিছু ক্লু এসেছে অতি শিঘ্রই জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।