হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে বালু ভর্তি লড়িতে মিলেছে ভারতীয় ৫১ বস্তা চিনি। গত (৫আগষ্ট) ভোরে উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔট্রি মোড়ে দুর্ঘটনায় পতিত হওয়া বালুবাহী লড়ি থেকে বিশেষ কায়দায় লুকানো ৫১ বস্তা ভারতীয় চিনি আটক করে স্থানীয় জনগন।
পরে পুলিশ এসে বস্তায় মোড়ানো ৫১ বস্তা চিনি ও লড়িকে জব্দ করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি থানা পুলিশ। দূর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে লড়ি চালক। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা নির্ণয় করেছে থানা পুলিশ।
তবে নানা তথ্য উপাত্তের ভিত্তিতে জামালপুর জেলার লক্ষীচর এলাকার আমির উদ্দিনের পুত্র লড়ি চালক শামীম (২১) সহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মামলা রুজু করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার সেকেন্ড অফিসার সাইদুজ্জামান।
থানা সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে নেত্রকোণা জেলার দূর্গাপুরের শিবগঞ্জ থেকে জামালপুরে যাওয়ার পথে লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা লড়িটি উদ্ধারের চেষ্টা চালালে দেখা মিলে বিশেষ কায়দায় মোড়ানো চিনির বস্তা। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সটকে পড়েন ওই লড়ি চালক। বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে।
স্থানীয়রা জানান, এভাবে অবৈধ পন্থা ব্যবহার করে প্রতিদিনই আসছে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ভারতীয় চিনিসহ নানা ধরনের পন্য। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নির্মাণ সামগ্রী বোঝাই করে এসব যানবাহন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। চোরাচালান বন্ধে থানা পুলিশের চেকপোষ্ট রাখা দরকার জানান স্থানীয়রা।
তথ্য নিশ্চিত করে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ প্রেরণ করে জনগণের উপস্থিতিতে ভারতীয় ৫১ বস্তা চিনি ও লড়িটিকে জব্দ করা হয়। ঘটনা তদন্ত করে ০৬ আগষ্ট (রবিবার) থানা পুলিশের পক্ষ একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।