আবদুল কাদিরঃ
ময়মনসিংহের ভালুকায় কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চান্দরাটি এলাকার মৃত চেরাগ আলী ফকিরের দুই ছেলে আনিছ (৬০) ও আলম (৬৩)।শনিবার (১ জুলাই/২৩) দিবাগত মধ্যরাতে উপজেলার মাহমুদপুর মুখিরঘাট এলাকা থেকে দুই ভাইকে গ্রেফতার করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃকামাল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৯৯৫ সালের জুনের প্রথম সপ্তাহে স্থানীয় কালু ফকিরকে হত্যা করে আনিস ও আলম। এই ঘটনায় ১৯৯৫ সালের ৮ জুন ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করা হয়৷ এরপর থেকে আনিস ও আলম পলাতক ছিলেন। ওই মামলায় আদালত আনিস ও আলমকে যাবজ্জীবন সাজা প্রধান করে।
ওসি কামাল হোসেন বলেন, দুই আসামীকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।