দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে ধর্ষণ মামলার প্রধান আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৪ জামালপুর। রবিবার (২৩ অক্টোবর) বিকালে জামালপুর জেলার ইসলামপুর থানাধীন গোয়ালের চর মহলগিরি বাজার এলাকা হতে আত্মগোপনে থাকা আসামী মোঃ ইসলাম কে গ্রেফতার করেছে র্যাব। আসামী মোঃ ইসলাম (২৫) উপজেলার মোহাম্মদপুর বালুচর গ্রামের মৃত চান মলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ইসলাম ধর্ষনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
এজহার সুত্রে জানা যায়, মোবাইলে কথাবার্তার মাধ্যমে ইসলামের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং বিভিন্ন সময়ে দেখা সাক্ষাত হয়। গত ২০ মে রাতে ভিকটিম ঘুমিয়ে পড়লে ইসলাম কৌশলে ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভনে ধর্ষন করে এবং পরে বিয়ে করবে বলে চলে যায়। ইসলাম ঘটনার পর থেকে ভিকটিমকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে কালক্ষেপন করতে থাকে।
পরে ইসলামপুর থানার মামলা (মামলা নং-১৫, তারিখ ২৩/১০/২০২২ ইং) মূলে প্রধান আসামীকে গ্রেফতার করে র্যাব-১৪ জামালপুর।