Durnitibarta.com
ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পরকিয়া প্রেমিকের হাতে প্রেমিকা খুন

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ নগরীতে বিয়ের জন্য চাপ দেওয়ায় সাথী আক্তার (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার পরকীয়া প্রেমিক।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার নগরীর নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার দক্ষিণ পাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। ঘাতক হৃদয় (২৫) একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শাহ কামাল আকন্দ বলেন, নিহত সাথীর সঙ্গে হৃদয়ের পরকীয়া প্রেম ছিল। সম্প্রতি সাথী বিয়ের তাকে জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় বাগবিতণ্ডা হতো। শুক্রবার ভোররাতে হৃদয় আরও কয়েকজনকে নিয়ে সাথীর ঘরে ডুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শাহ কামাল আকন্দ আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।