Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Admin
মে ২৬, ২০২২ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় গর্ত থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) সন্ধ্যার পর পৌরসভার ৭নং ওয়ার্ডের খিরু নদীর পাশের একটি গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেলে একটি বাগানের পশ্চিমে খিরু নদীর পাশের একটি গর্তে অজ্ঞাত এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, এটা নিশ্চিত যে, এটি একটি হত্যাকাণ্ড। কেউ হত্যার পর ওইখানে মরদেহ ফেলে রাখে। মরদেহের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে, এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ বৃহস্পতিবার (২৬ মে) ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলেও জানান তিনি।