Durnitibarta.com
ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বেকারী মালিককে জরিমানা ৫০ হাজার টাকা

প্রতিবেদক
Editor
জুন ৮, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধিঃ

অস্বাস্থ্য’কর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করায় ময়মনসিংহে এক বেকারী মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ জুন)বিকালে মহানগরীর শিববাড়ী এলাকা এই অভিযান পরিচালনা করেন,বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ।
তিনি বলেন, অভিযান পরিচালনার সময় ওই এলাকার মের্সাস হক বেকারী নামক প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গায়ে পণ্যের উপাদান, ওজন, পরিমান, উৎপাদনের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, স্পষ্টভাবে লিপিবদ্ধ না করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় এই জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. মাহবুব হোসেন, পেশকার শেখ আরিফ আহমেদ জনি এবং পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।