আবদুল কাদির;
ময়মনসিংহে চাঞ্চল্যকর বাচ্চু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল মনসুরকে (৪৮),২০ বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ১৪)সিপিএসসি ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আবুল মনসুর জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪’র কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পন্তারী গ্রামের গ্রেফতার আবুল মনসুরের সাথে প্রতিবেশি আব্দুল কাদেরের ছেলে নিহত (ভিকটিম) মোঃবাচ্চু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২০০৩ সালের ২ ডিসেম্বর বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করে আবুল মনসুর ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। হত্যার পর থেকে আবুল মনসুর পলাতক ছিলেন।
পরে এই ঘটনায় ভিকটিমের চাচা আব্দুল জলিল বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২১ সালে জালাল উদ্দিন, তার দুই ছেলে আবুল মনসুর ও বাচ্চু এবং জালাল উদ্দিনের স্ত্রী আহার বানুর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
আসামী আবুল মনসুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।