Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে খাট বেচাকেনা নিয়ে দন্দ্ব, ছুরিকাঘাতে ক্রেতা খুন

প্রতিবেদক
Admin
জুন ৩, ২০২২ ২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

 ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে খাট বেচাকেনা নিয়ে দন্দ্বে আবুল কালাম (৫০) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আবুল কালাম উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সম্প্রতি শাহগঞ্জ বাজারের এক ফার্নিচার দোকানে খাট তৈরীর অর্ডার করেন নিহত আবুল কালামের পরিবারের লোকজন। কিন্তু, ফার্নিচার দোকানের মালিক খাট দেয়া নিয়ে তালবাহানা শুরু করেন।

ঘটনার দিন সন্ধ্যার দিকে খাট আনতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ফার্নিচারের দোকানের কেউ আবুল কালামকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।