বার্তা ডেস্ক:
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ১৬ কেজি গাঁজাসহ জসিম সরদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি এলাকায়। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল কাশিয়ানী থানার চাপ্তা মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালায়।
এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত জসিম সরদারকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।