Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে এক জনকে জেল- জরিমানা

প্রতিবেদক
Editor
নভেম্বর ১৮, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহে গৌরীপুরে শুক্রবার (১৮ নভেম্বর)দুপুরে পৌর এলাকার মধ্যবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে এক জনকে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃ সুজন মিয়া ওরফে পিচ্চি সুজন (২১),পিতা- মোঃ মামুন ওরফে মিস্টি মিয়া,সাং- সাহাপুর(ফুলবাড়িয়া),জামালপুর সদর,জামালপুর কে গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ এক হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। একই সাথে অর্থদন্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহায়তা ছিলেন গৌরীপুর থানার এস আই নাজমুল ইসলাম ও তার টীম । তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।