Durnitibarta.com
ঢাকাবুধবার , ৩ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

খাবারে তেলাপোকা, হোটেল মালিককে জরিমানা ৪০ হাজার

প্রতিবেদক
Editor
আগস্ট ৩, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩ আগষ্ট) বিকালে পৌর শহরের বাসস্ট্যান্ড মহাসড়কের পাশে সেভেন স্টার হোটেলে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ঘটনার দিন দুপুরে স্থানীয় সংবাদকর্মী শফিউল্লাহ আনসারী তার সহকর্মী ছয়জন শিক্ষককে নিয়ে সেভেন স্টার হোটেলে খাবার খেতে যান। খাবার খাওয়ার সময় তারা খাবারে তেলাপোকা দেখতে পারেন। পরে হোটেল মালিককে জানালে উল্টো হোটেল মালিক তাদের সঙ্গে খারাপ আচরণ করে।
এমনতাবস্থায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনকে বিষয়টি জানালে তিনি সেভেন স্টার হোটেলে গিয়ে বিভিন্ন খাবার পরিদর্শন করে। পরিদর্শন শেষে খাবারে অনিয়ম ও খাবারে তেলাপোকা পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত হলে হোটেল মালিককে ৪০ হাজার জরিমানা করা হয়।
এবিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন গণমাধ্যমকে জানান, অনিয়ম ও খাবারে তেলাপোকা পাওয়ার বিষযটি সত্যতা পাওয়া গেলে ওই হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।