বিশেষ প্রতিনিধি:
রাজধানীর কমলাপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের পিলারের ছাদের রেলিংয়ের পাইপে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নয়ন প্রকাশ হেমারি (২৬)। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
ঢাকা-কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক এসআই মোকলেসুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় রেল স্টেশনের ৬নং প্ল্যাটফর্ম ২০ নং পিলার সংলগ্ন ছাদের রেলিংয়ের পাইপে নাইলনের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মৃতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বুধবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।
পুলিশের প্রাথমিক ধারণা সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃত যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি কমলাপুর রেল স্টেশনে রেল পরিস্কারের জন্য পানি সংগ্রহ করে দিতেন। সেখানেই থাকতেন।