Durnitibarta.com
ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহ্যবাহী মুক্তাগাছার মণ্ডার দোকানে জরিমানা দেড় লাখ

প্রতিবেদক
Editor
জুলাই ৮, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

  1. স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের মুক্তাগাছায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মণ্ডা তৈরি করায় এবং মণ্ডা বিক্রির রশিদ ক্রেতাদের না দেওয়ায় ঐতিহ্যবাহী মণ্ডার দোকানে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকায় এই মণ্ডার দোকান ছাড়াও আরও তিনটি প্রতিষ্ঠানসহ তিন দোকানিকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান আজাদ।
তিনি জানান, ঐতিহ্যবাহী গোপাল পালের মণ্ডার দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মণ্ডা তৈরি করে বিক্রি করা হয়। বিক্রির সময় ক্রেতাদেরকে রশিদ না দিয়ে ৭০০ টাকা কেজি দরে মণ্ডা বিক্রি করেন। এসব অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।
ইউএনও বলেন, অভিযানে একই অপরাধে কেক পয়েন্টের মালিককে ২ হাজার, রাজেশ্বরী মিষ্টির দোকানের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয় ও ফ্রিজিং করা পঁচা মাংস বিক্রির অপরাধে আরিফ মাংস বিতানকে ৩ হাজার এবং কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রিসহ দোকানির কাছে ক্রয়ের রশিদ না থাকায় আরও তিন দোকানির প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহের কর্মকর্তা, জেলা বাজার কর্মকর্তা ও জেলা কৃষি বিপণন কর্মকর্তাসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।