বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তা নিয়ে দ্বন্দে উচাখিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বারে বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই ইউপি সদস্য মাসুদ রানা ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানার সাথে তার প্রতিবেশী মৃত কিতাব আলীর ছেলে আঃ খালেকের সাথে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলে আসছিলো। পুর্ব শত্রুতার জের ধরে গত ৩১ মার্চ শুক্রবার দুপুরে বাড়ির সামনে মাসুদ রানার বাবা মোঃ নূর হোসেনকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে নুর হোসেনের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জানতে চাইলে ইউপি সদস্য মাসুদ রানা জানান, পুর্ব পুর্ব শত্রুতার জের ধরে তারা আমার বাবাকে কুপিয়ে আহত করেছে। এমনকি বিষয়টি ধামাচাপা দিতে তারা আমার উপর ভিজিডি কার্ড বাবদ টাকা নেয়ার অভিযোগ তুলে আমার সম্মান হানি করছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।