Durnitibarta.com
ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-১৫

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ১২, ২০২৩ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা, মাদক, পারিবারিক ও জুয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার মগটুলা ইউনিয়নের নাওরী গ্রামের ফারুক মিয়া(৭০), এরশাদ আলী (৩৫), একই গ্রামের মাসুদ(৩৫) ও মতিন মিয়া(৫০) ।

পারিবারিক মামলায় গ্রেপ্তার হন উপজেলার মগটুলা ইউনিয়নের চাতিয়ানতলা বৈরাটি গ্রামের মোহাম্মদ জিয়াউল হক(৩৫)।

নিয়মিত মাদক মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মিজানুর রহমান নান্টু ( ২৫), কাকনহাটি গ্রামের রবিন মিয়া(২৫), দামদী গ্রামের জুয়েল মিয়া(২৪)।

এ ছাড়া জুয়া আইনে গ্রেপ্তার করা হয় পৌর এলাকার দত্তপাড়া গ্রামের আব্দুর রাশিদ (৫৫), আব্দুল কুদ্দুছ (৬০), শফিকুল ইসলাম(৪০), মগটুলা ইউনিয়নের সিরামপুর গ্রামের নিজামুদ্দিন(৩০)। পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার দাতারাটিয়া গ্রামের জসিম উদ্দিন(৩০), আবুল কাশেম (৪৬), আজিম আলী (৩০)।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন,  বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে  আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।