খাইরুল ইসলাম আল আমিন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ছোট ভাইয়ের হাতে মাদকাসক্ত বড় ভাই খুন হয়।
জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নোমান মিয়ার মাদকাসক্ত ছেলে জামান মিয়া (২৪) মাদকের টাকার জন্য নিজ ঘর থেকে জোর করে ছাগল নিয়ে বিক্রি করার জন্য যাওয়ার সময় ছোট ভাই সিয়াম মিয়া (১৯) তাকে বাধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই সিয়াম ঘরে থাকা দা দিয়া বড় ভাই জামানকে বুকের উপর আঘাত করলে বড় ভাই জামান গুরুতর আহত হয়।
তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, খুনের ঘটনার এখনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।