Durnitibarta.com
ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

প্রতিবেদক
Editor
জুন ১২, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আবদুল কাদির : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১২০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ দুই মাদককারীকে গ্রেফতার করে ময়মনসিংহ ‘খ’ সার্কেল।উপজেলার চরহোসেনপুর গ্রামের হরিদাস দেবনাথ এর ছেলে গৌরাঙ্গ দেবনাথ (৪৩)।তার কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১২০ (একশত বিশ) পিস।মাইজবাগ ইউনিয়নের গ্রামের মৃত আলী হোসেন এর ছেলে দুলাল হক (৫২)তার কাছ থেকে একটি সাদা রং এর সিনথেটিক ব্যাগের ভিতরে নীল রং এর পলিথিন দ্বারা মোড়ানো এক কেজি গাঁজাসহ আটক করে।

সোমবার (১২ জুন/২৩)উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এই ঘটনার পর রাতেই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেল পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
চন্দন গোপাল সুর বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#