loading...

ফুলপুরে ৮০ বছর বয়সে মিলেনি বয়ষ্ক ভাতা কার্ড

0

ইয়াকুব আলী, ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের জেলাধীন ফুলপুর উপজেলার ৩নংভাইটকান্দি ইউনিয়নের ১নংওয়ার্ডে মোঃ সুগুর মামুদ (৮০) পিতা মৃত জয়দর আলী, মাতা মৃত রূপালী খাতুন, ৮০ বছর বয়সে ভিক্ষাবৃত্তি করছেন হতদরিদ্র সুগুর মামুদ।
তার ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা, ভিজিএফ, ভিজিডি সহ অ,, স,,,,হায় মানুষের জন্য দেয়া সরকারের কোন সুযোগ সুবিধা, বার বার সাহায্য চেয়ে প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরে
অবশেষে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে।
কোন মতে চলছে জীবন সংসার। অথচ আমাদের চেয়ে অনেক ভালো ও সচ্ছল মানুষরা বয়স্ক / বিধবা ভাতার সুবিধা ভোগ করে আসছে দীর্ঘদিন যাবত। আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবে বলে স্থানীয়রা জানান ও চেয়ারম্যান ও ইউপি সদস্যদের টাকা দিলেই বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার কার্ড পাওয়া যায়। এই ব্যাপারে ১নংওয়ার্ডে ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম কে প্রশ্ন করলে তিনি বলেন আমার হাতে বয়স্ক ভাতার কার্ড আসলে দেওয়ার জন্য চেষ্ঠা করব।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ বলেন, বর্তমানে আমাদের হাতে আর কোন সুযোগ
নেই তাই আগামীতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমারা তার জন্য কোন না কোন ভাতার
ব্যবস্থা করার জন্য চেষ্টা করবো।

loading...
%d bloggers like this: