loading...

সাদুল্লাপুরের অসামাজিক কর্মকান্ডের সময় ৫ জন আটক

0

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায আসামাজিক কর্মকান্ডের সময় পুলিশ ৫ জন আটক। শুক্রবার (২ আগষ্ট) রাত ১১টা এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলো, পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর গ্রামের রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া নওশা মিয়ার স্ত্রী বিউটিশিয়ান নুপূর বেগম (২৮) ও খুলনা জেলার দৌলতপুর উপজেলার পাবলা গ্রামের আঃ হামিদের মেয়ে ও জুয়েলের স্ত্রী সুমী বেগম (২০) এবং খদ্দের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের বদিয়াজ্জামানের ছেলে সবুজ মিয়া(২৫), হাসান পাড়া গ্রামের ইমদাদুলের ছেলে শিপন মিয়া (২২) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোখলেছুর।

জানা যায়, গাইবান্ধার ধাপেরহাটের ৬ নং ধাপেরহাট ইউনিয়নের পালান পাড়ায় লীলা খেলা করার সময় ২ নারী ৩ যুবকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

ধাপেরহাট বন্দরের পালান পাড়ার নজরুলের বাসায় ৩ যুবক ২ নারীকে এনে অসামাজিক কার্যক্রম অবহাস্থায় তাদের পুলিশ আটক করে।

ধাপেরহাট তদন্ত কেন্দ্রের আইসি নওয়াবুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নজরুলের বাসায় তাদের আটক করেন।

তবে এ ব্যাপারে বাসার মালিক নজরুল লাপাত্তা হওয়ায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার কোর্ট হাজতে চালান করা হয় বলে জানান, ধাপেরহাট তদন্ত কেন্দ্রের আইসি নওয়াবুর রহমান।

loading...
%d bloggers like this: