loading...

@এক ফুলে দু,মালি @

0

ছাদেকুল ইসলাম রুবেল
*************************
উৎসর্গঃ সই নীলার জন্মদিনকে
বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে গভীর ভালোবাসা
হয়তোবা ঋদ্ধ এখন অন্য যমুনায়,
ভালোবাসার লাগামহীন ঘোড়া ছুটে চলে
দিগন্তরে–ভালোবাসার অন্য সীমানায়।

যে মালী ফোটাতো ফুল ধূসর মৃত্তিকায়
নষ্ট প্রহর কাটে তার অন্য আঙিনায়,
এখন জোছনালোকে মদির পুলক না জাগে
ঝলমলে নিয়ন আলোয় চোখ ঝলসায়।

মনটাতে উড়ুউড়ু পাখা গজায়
আপন বাগানে শুকায় অনাদরে ফুল,
বুনোফুলের সুবাস খোঁজে বেহুঁশ ভালোবাসা
দিবারাত্রি জংলায় যেন থাকে মশগুল।

রঙমহলের ঝনঝন নূপুরের ধ্বনি
সেখানে আত্মহারা বিলাসী হৃদয়,
এখন রেশমি চুড়ির ললিত রিনিঝিনি সুর
কেন জানি বেসুরো, তবু প্রেমময়।

শুদ্ধ কিম্বা পরকীয়া যে নামেই ডাকো
ভালোবাসার প্রচ্ছদ বিবর্ণ নয়,
মিলনের খেলায় হাসে বিরহেও কাঁদে
ভালোবাসার চেনা জগৎ চির প্রেমময়।
“”””””””””””””””””””””””””””””””””””””

loading...