loading...

প্রেমের টানে পার্বতীপুর থেকে সংখ্যালঘু ঝিলিক গাইবান্ধা প্রেমিকের বাড়ীতে

0

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রেমের টানে দিনাজপুর জেলার পার্বতীপুরের স্টেশন এলাকা থেকে গাইবান্ধা প্রেমিকের বাড়ীতে অবস্থান।
জানা যায় সখ্যালঘু পরিবারের রংলালের বাসফরের দ্বিতিয় মেয়ে ঝিলিক বাসফোর এর সাড়ে ১৭ বছর বয়স। সে গোপনে মোবাইল ফোনে প্রেম করে আসছিল গাইবান্ধা কাচারী বাজারে সন্তোস বাসফরের ছেলে জিৎ বাসফরের সাথে।

ঝিলিক ও জিৎ জানান,আমাদের দুজনার বিয়ে হয়ে গেছে দিনাজপুরের ঘোড়াঘাট মন্দিরে সোমবার বিকালে।

এব্যাপারে জিৎ বাসফোরের বাবা সন্তোস বাসফোর বলেন বিষয়টি আমি পৌর মেয়র ও যুবলীগ সভাপতিকে জানিয়েছি।

অপর দিকে পার্বতীপুরের মেয়ের বাবা, রংলাল পরের দিন ১৪/০৫/১৯ গাইবান্ধা সদর থানায় অভিযোগ করে।
অভিযোগের ভিত্তিতে সদর থানার পুলিশ এসে জিৎ এর অভিভাবদেরকে থানায় ডাকেন, এবং বলে যান
থানায় আসেন, সেখানে বসে সুন্দর ভাবে বিষয়টি নিস্পর্তি করা হবে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে, জিৎ ও ঝিলিক গোপনে সটকে পরেন বলে জানান জিৎ এর বাবা সন্তোস বাসফোর। তারা আমার বাসায় এসেছিল কিন্তু এখন তাদেরকে আর খুজে পাওয়া যাচ্ছেনা।

এব্যাপারে উভয় পক্ষের গাইবান্ধা সদর থানায় আলোচনা চলছে বলে জানা যায়।

loading...
%d bloggers like this: